‘বাদশা’ ছবির শুটিংয়ে জিৎ ঢাকায়

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নতুন ছবি ‘বাদশা’র শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি মুঠোফোনে বলেন, প্রায় এক সপ্তাহের জন্য জিৎ ঢাকায় এসেছেন। আমি বর্তমানে দেশের বাইরে রয়েছি। এ ছবির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আশা করছি, ভালোভাবে ছবির প্রথম ভাগের কাজ শেষ করতে পারব আমরা। এ ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
আরও একটি চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার। জিৎ রাজধানীর একটি অভিজাত হোটেলে উঠেছেন। বর্তমানে তিনি পুবাইলে ‘বাদশা’ ছবির শুটিং করছেন। এছাড়া নারায়ণগঞ্জের পানাম সিটি, কাওরান বাজার ও গাজীপুরের হোতাপাড়ায়ও শুটিংয়ে অংশ নেবেন টলিউডের এই জনপ্রিয় নায়ক। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব।
এদিকে, ঢালিউডের কিং শাকিব খান কলকাতায় গিয়েছেন ‘শিকারী’ ছবির কাজে। মিডিয়াসংশ্লিষ্ট অনেকেই বলছেন যৌথ প্রযোজনার কাজের ভালো মেলবন্ধন ঘটেছে। ঢাকার কিং শাকিব কলকাতায় আর কলকাতার কিং জিৎ বাংলাদেশে এসে কাজ করছেন।

































মন্তব্য চালু নেই