‘বাদলের আচরণ মাস্তানের মতো’

অবরোধকারীদের প্রয়োজনে পুলিশ বুকে গুলি করবে’-জাসদের নির্বাহী সভাপতি মাঈনউদ্দিন খান বাদলের এমন বক্তব্যে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচ দলের মহাসচিব।

তারা বলেন, ‘এই বক্তব্য প্রমাণ করে, জাতীয় সংসদ সদস্য হিসেবে তার কোনো যোগ্যতা নেই। তার আচরণ হচ্ছে, মাস্তানের মতো। আর এসব ব্যক্তিকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সাংসদ বানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের পবিত্রতা নষ্ট করেছেন।’

বুধবার ২০ দলীয় জোটের পাঁচ শরিক দলের মহাসচিবরা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল-মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে নেতরা বলেছেন, ‘স্বাধীনতার পর পরই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে গণবাহিনী সৃষ্টি করে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ‘‘খুনী’’ মাঈনউদ্দিন খান বাদল এখনো শান্ত হননি। তারই প্রমাণ এই বক্তব্য।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘১৯৭২-৭৫’-এ শেখ মুজিবুবর রহমানের শাসনামলে এই মাঈনউদ্দিন খান বাদলদের অপকর্মই আপনার পিতাকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে। এখন আবার আপনার পাশে অবস্থান করে এই ধরনের সংবিধান ও মানবাধিকার পরিপন্থি বক্তব্যের মাধ্যমে আপনাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, তা ভেবে দেখা দরকার।’

তারা বলেন, ‘মাঈনউদ্দিন খান বাদলের বক্তব্যে প্রমাণিত হলো, চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে সব হত্যাকাণ্ডের দায় তার।’



মন্তব্য চালু নেই