বাথটবে স্বামীর সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন সানি লিওন

সাবেক পর্নোস্টার সানি লিওনের সদ্য মুক্তি পাওয়া ‘রইস’ ছবিটি আয়ের নিরিখে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ২০০ কোটির ক্লাবে! আর এই ছবিতে কিঙ্গ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি লিওন। তবে সিনেমার পর্দার বাইরে এ বার ব্যক্তিগত জীবনেও একটু মন দিলেন আবেদনময়ী নায়িকা।

স্বামী ড্যানিয়েল ওয়েবের সঙ্গে রোম্যান্টিক ফোটোশুটে মজলেন তিনি। আর সেই ফোটোশুটের জন্য বেছে নিলেন দুধ সাদা বাথটবকে। সঙ্গে ছিল মানানসই সাদা গাউন। সানির সঙ্গে মিলিয়ে সম্পূর্ণ সাদা আউটফিটে নজর কেড়েছেন ড্যানিয়েলও। শুধু ফোটোশুট করলেন তাই নয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ছবি।

‘রইস’ ছবিতে একটি গানে দিয়েই শাহরুখ-সানির রসায়ন মনে দাগ কেটেছে সিনেপ্রেমীদের। ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয় হয়েছিল সানির ‘লয়লা’। এমনকি সানির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ বলিউডের বাদশাও। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা বেশ ভালই যাচ্ছে সানির। সূত্র: আনন্দবাজার।



মন্তব্য চালু নেই