বাড়িতে তৈরি হেলিকপ্টারে উড়ল যুবক
বাড়িতে বসেই এবার হেলিকপ্টার তৈরি করে ফেললেন এক লোক। নিজের বাড়িতে বসেই ব্যবহৃত চেয়ার এবং ৫৪টি ড্রোনের সাহায্যে একটি হেলিকপ্টার তৈরি করে ফেললেন ব্রিটেনের এব কাসিন্দা। আর তাতে করে উড়ন্ত অবস্তার একটি ভিডিও করে তা পোস্ট করলেন ইউটিউবে। এবং এই হেলিকপ্টারটিতে তার মাথার উপর একটি থাতাও সেট করেছেন তিনি।
তবে এই হেলিকপ্টারটিকে মাটি থেকে ১৫ ফুটের বেশি উপরে উঠতে আর দেখা যায়নি। এই যানটি ব্যাটারির সাহায্যে চালিত হয় এবং এটি তৈরি করতে ঐ ব্যক্তির ছয় হাজার ডলার খরচ হয়েছে বলে জান গিয়েছে। তবে এই হেলিকপ্টারটি এখনো পুরোপরি সম্পূন্য হয়নি, এতে অনেক ত্রুটি রয়েছে বলেও স্বীকার করেছেন ঐ ব্যক্তি নিজেই।
মন্তব্য চালু নেই