বাজে আম্পারিংয়ে অসন্তুষ্ট আইসিসি সভাপতি

ভারতের বিপক্ষে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। বাজে আম্পারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে বাংলাদেশ হার মেনেছে ১০৯ রানে।

ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা সেঞ্চুরির আগ মুহুর্তে রুবেল হোসেনের বলে আউট হন। কিন্তু থার্ড আম্পায়ার রুবেলের বলটি ‘নো’ বল ঘোষণা করেন। বলটি নাকি রোহিতের কোমড়ের উপরে ছিল। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল কোমড়ের নিচে ছিল। এরপর সুরেশ রায়নার একটি নিশ্চিত এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ররা। সবশেষ বাংলাদেশ যখন ব্যাট করতে নামে তখন মাহমুদউল্লাহ রিয়াদকে বিতর্কিত একটি সিদ্ধান্তে আউট দেন আম্পায়ার। সব মিলিয়ে ভারতের ১১ জন খেলোয়াড় ছাড়াও দুজন আম্পায়ার বিপক্ষেও খেলতে হয়েছে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে এমন বাজে আম্পারিং নিয়ে যারপরনাই অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন আইসিসির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন।



মন্তব্য চালু নেই