বাজার মাতাবে স্যামসাংয়ের নতুন তিন পণ্য

দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এ বছরের শুরুতেই বাজারে আনতে যাচ্ছে তিনটি আকর্ষণীয় প্রযুক্তি পণ্য। যেগুলো নিয়ে ইতোমধ্যে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নতুন তিনটি পণ্য হলো স্বাস্থ্যসম্মত বেল্ট, মোশন নিয়ন্ত্রক রিংক। যা হাত দ্বারা নিয়ন্ত্রিত ভিআর এবং টিপ টক যা দিয়ে আঙ্গুলেই শোনা যাবে কথা।
রিংক হলো এমন একটি ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস যা হাতের চালনায় পরিচালিত হবে। যে কোনো ভার্চুয়াল গেমস খেলা যাবে এই ভিআর ডিভাইসে। মাঠে না গিয়েও মনে হবে আপনার হাতের টেনিস ব্যাট দিয়েই আঘাত করছেন বলে। টেনিস কোট থাকবে আপনার চোখে আর আপনার হাতে থাকবে অদৃশ্য ব্যাট।
ভার্চুয়াল কনটেন্ট গুলোও নিয়ন্ত্রণ করা যাবে হাতের ইশারায়। হাতে নিয়ন্ত্রণ করার জন্য এর দুহাতে থাকবে দুটি ব্যান্ড।
তবে মূল্যের সাথে এর ফাংশন কতটা কার্যকরী হবে তাই দেখার বিষয়। স্যামসাং তাদের নতুন এই ডিভাইসগুলো নিয়ে প্রথম থেকেই কাজ করবে বলে জানিয়েছে প্রতিবেদনে।
মন্তব্য চালু নেই