‘বাজরাঙ্গি ভাইজান’ এর প্রথম গান (ভিডিও)

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার প্রথম গান ‘সেলফি লে লে রে’ ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। আর তা দেখতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়েছেন সালমান ভক্তরা।

সালমান খানের সিনেমার গান বলতেই তার ভক্তরা বোঝে্ন পুরোদমে নাচানাচি। সালমান খান প্রতিটি গানেই যেন তার নিজস্ব স্টাইল বজিয়ে রাখেন। আর তাই তার গানগুলো নিয়েও দর্শকের মনে আগ্রহের শেষ নেই। সালমানের নতুন এই গান আরো একবার যেন প্রমাণ করে দিল সবাই কীরকম সেলফি জ্বরে আক্রান্ত। গানটিতে আরো দেখা যাচ্ছে, আবির দিয়ে মাখামাখি হয়ে সবাই মিলে নাচছে।

উল্লেখ্য, সালমান খান ও কারিনা কাপুর অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি আগামী রোযার ঈদে মুক্তি পাবে।

salman-kareena_625x300_71415262484 10408644_1557504297799301_6146912585720063857_n-1 bajrangi-bhaijaan-official-trailer-allindia



মন্তব্য চালু নেই