বাছাইপর্ব ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ১০০। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে বাংলাদেশ।

বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ নিতে পারবে।

বোর্ড সভাপতির সোমবার বিকেলে বলেন, ‘২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি র‌্যাঙ্কিংয়ে আটে থাকা যায় তাহলে সরাসরি বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। আমরা অস্বাভাবিক খারাপ কোনো পারফরম্যান্স না করলে আমাদেরকে কোয়ালিফাই খেলতে হবে না। এ সময়ে আমরা হয়তো র‌্যাঙ্কিংয়ে পেছাতেও পারি। কিন্তু পেছালেও আমরা পাঁচ থেকে ছয় কিংবা সাতে যেতে পারি। আটে থাকলেও তো কোনো সমস্যা নেই। নয়ে গেলেই তো ঝামেলা।’

১০১ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা বাংলাদেশ খানিকটা নির্ভারও থাকতে পারে। কারণ বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী নয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ৭৯। ২২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। টানা সিরিজ হারলেও আটের নিচে নামার সম্ভাবনা কম বাংলাদেশের। বিসিবি সভাপতিও সেই কথাটা জানালেন।

‘২২ পয়েন্ট হারানো অনেক কঠিন। কারণ একটা সিরিজ হারলেও তো ৪-৫ পয়েন্ট বেশি হারানোর কথা না। তবে আমরা এগুলো নিয়ে চিন্তা করছি না। আমরা সিরিজ হারবো কেন? কেনই বা হোয়াইটওয়াশ হব? বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে আমরা সরাসরি বিশ্বকাপে অংশ নিব।’



মন্তব্য চালু নেই