বাচ্চা অ্যানাকন্ডাই বিপদ হয়ে দাঁড়ালো ‘শেন ওয়ার্নের’, চলছে চিকিৎসা…
রিয়েলিটি শোতে অংশ নিয়ে জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন শেন ওয়ার্ন। শো চলাকালীন মাথায় অ্যানাকোন্ডার ছোবল খেয়েছেন এই কিংবদন্তি!
অস্ট্রেলিয়ায় আয়োজিত এক রিয়েলিটি শোয়ে অংশ নিতে গিয়েছিলেন শেন ওয়ার্ন। শোয়ের নামই হল আই অ্যাম সেলিব্রিটি….গেট মি আউট অফ হেয়ার। সেখানে অংশ নেওয়ার জন্যেই এই বিপজ্জনক কাজটি করতে উৎসাহিত হন ক্রিকেট তারকা।
এই রিয়েলিটি শোয়ের হোস্ট ডক্টর ক্রিস ব্রাউন শেনকে আগেই সাবধান করেছিলেন মাথায় ও মুখের ওপর ইঁদুর জড়িয়ে বাক্সে মুখ ঢোকালে সাপেরা তাকেই তাদের পরবর্তী খাবার ভেবে ভুল করবে।
বাক্সের মধ্যে অ্যানাকোন্ডা, র্যাটেল স্নেক এবং কর্ন স্নেক রাখা ছিল। তারমধ্যে একটা বাচ্চা অ্যানাকন্ডা ছিল। যে বিষাক্ত না হলেও মারাত্মক আক্রমণাত্মক। সেই বাচ্চা অ্যানাকন্ডাই শেন-এর মাথায় আঘাত করে।
এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ার্নেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। আপাতত তার মাথায় কামড়ের কিছু চিহ্ন আছে। কয়েকদিন চিকিৎসকদের কাছে থাকতে হবে তাকে।
মন্তব্য চালু নেই