বাচ্চারা কেন মন ভোলায়? জানেন কি?
শিশু মাত্রেই যেন সকলের কাছে আদরের। তাদের দেখলে কোনও মানুষ আকর্ষিত হন না, এমনটা কেউ বলতে পারবেন না। শিশুদের জাদুশক্তি এতটাই যে, তারা একজনের মানসিকতাকে পুরো পাল্টে দিতে পারে।
বাচ্চা ভালবাসেন না এমন কেউ রয়েছেন কি? এই প্রশ্নে ‘না’ বলাদের খুঁজে পাওয়াটা ভার। সব বয়সের মানুষের কাছে শিশু মানেই আলাদা এক আকর্ষণ। আলাদা এক অনুভূতি, যার সঙ্গে অন্য কোনও অনুভূতির তুলনা হয় না।
শিশুদের মোহ তৈরির ক্ষমতা নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের করা সমীক্ষায় দাবি করা হয়েছে, শিশুদের মোহময় আচরণ আমাদের সমস্ত অনুভূতিকে আকৃষ্ট করে। এই আকর্ষণের জাদু সম্মোহনের মতো। এর ফলে আমাদের আচরণে শিশুরা প্রবলভাবে প্রভাব ফেলে।
গবেষকদের মতে, বাচ্চাদের মোহিত করার ক্ষমতা আমাদের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। এর ফলে আমাদের মধ্যে বাৎসল্যের উদ্রেক হয়। আর এতেই আমরা শিশুদের আচরণে মোহিত হই। এমনকী, বাচ্চাদের করা শব্দ এবং তাদের গন্ধও আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে বলে গবেষণার সমীক্ষাপত্রে উঠে এসেছে।
মন্তব্য চালু নেই