বাঘে-কুকুরের বন্ধুত্ব!
দুটি বাঘের সঙ্গে বাস করছে একটি কুকুর। আর তারা বেশ ভালোও আছে। জমে গেছে তাদের বন্ধুত্ব।
চিনের টংলিংয়ের তিয়ানঝিয়ানজু চিড়িয়াখানায় টনটং নামের একটি ব্যাঘ্রশাবক একাকিত্বে ভুগছিল। ওই চিড়িয়াখানার কর্মকর্তারা বাঘটির জন্য বন্ধু খুঁজতে লাগল। অবশেষে পাওয়া গেল হুয়াং হুয়াং নামের একটি কুকুর ছানা। হুয়াং হুয়াং আবার টনটংয়ের সমবয়সী। বেশ জমে গেল দুজনের বন্ধুত্ব। এরপর তাদের সঙ্গে হুয়ান হুয়ান নামের আরেকটি ব্যাঘ্রশাবকের বন্ধুত্ব হয়।
চিড়িয়াখানার মুখপাত্র জানান, টনটংয়ের জন্মের পর মা বাঘিনী তাকে আক্রমণ করে। যার ফলে মায়ের কাছ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। একাকিত্বে ভোগায় হুয়াং হুয়াংয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। অবাক করার ব্যাপার, তারা ভাইয়ের মতো সাত বছর ধরে একই খাঁচায় আছে। একই সঙ্গে খেলে, খায় ও ঘুমায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, মেজাজ খারাপ হলে বাঘ দুটি মারামারি করে। কিন্তু মারামারির সময় তাদের থেকে ছোট আকারের কুকুর বন্ধুটি যাতে চোট না পায়, সে ব্যাপারে তারা সদা সতর্ক।
মন্তব্য চালু নেই