বাঘের সাথে মানুষের প্রতিযোগিতা !

মানুষ তার শক্তি পরীক্ষার জন্য কখনও কুস্তি খেলায় আবার পাঞ্জা লড়ে থাকেন। আবার কখনও দল বেধে রশি টানাটানি করেও শক্তি যাচাই করে। কিন্তু মানুষ যদি বাঘের সাথে শক্তি পরীক্ষর জন্য প্রতিযোগিতা আয়োজন করে। তাহলে নিশ্চয় অবাক হবেন।

এমনই এক অবাক করা প্রতিযোগিতার আয়োজন করা হয় আমেরিকার ফ্লোরিডা শহরের এক চিড়িয়া খানায়।এই প্রতিযোগিতায় মানুষ ও বাঘ রসি টানাটানিতে লিপ্ত হয়।

চিড়িয়া খানাটির কর্তৃপক্ষ শক্তি পরীক্ষার জন্য এ প্রতিযোগিতাটির আয়োজন করে। এ প্রতিযোগিতায় বাঘ খাচার ভেতর থেকেই অংশ নেয়।বাঘ রশিটি মুখে নিয়ে টানাটানি করে তখন ভীষণ আনন্দ পান সেখানে উপস্থিত পর্যটকরা।

সূত্র: জিও নিউজ



মন্তব্য চালু নেই