বাঘের খাঁচায় ঢুকে অবাক কান্ড ঘটিয়ে অক্ষতই ফিরল এক যুবক
বাঘের খাঁচায় লাফিয়ে পড়েও অক্ষত অবস্থায় ফিরে এসেছেন এক যুবক। শনিবার ভারতের রাজীব গান্ধী জুওলোজিক্যাল পার্কে এ ঘটনা ঘটে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম শুদ্ধধন বাবুরাও।
২৪ বছর বয়সী এই যুবক একটি সাদা বাঘের খাঁচার ভেতরে লাফিয়ে পড়ে বাঘটিকে স্পর্শ করলেও বাঘটি তাকে উল্টো হামলা করেনি। খাঁচার ভেতর ঢুকে বাঘের ছবিও তুলে এনেছেন ওই যুবক।
পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লি চিড়িয়াখানায় এক যুবক বাঘের খাঁচায় ঢোকার পর প্রাণ হারান বাঘের থাবায়।
মন্তব্য চালু নেই