নিখোঁজের ৮১ দিন পর

বাঘার ব্যবসায়ী সিলেটে থেকে উদ্ধার

রাজশাহী : বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা গ্রামের গুড় ব্যবসায়ী মুনজুর রহমান নিখোঁজের ৮১ দিন পর সিলেটের সুনামগঞ্জ থেকে উদ্ধার হয়েছেন।

তাকে মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করা হয়।

মুনজুর বড় ভাই মনিরুল ইসলাম মিঠু জানান, সুনামগঞ্জের এক হোটেল মালিক মুনজুর ব্যবহৃত মোবাইল ফোনের সিম ফেলে অন্য একটি সিম ব্যবহার করত।

এর সূত্র ধরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ২টার দিকে সিলেটের সুনামগঞ্জ-দিরাই সড়কের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করে। তাকে সুনামগঞ্জের ডিবি কার্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজ এলাকা থেকে ট্রাক বোঝাই গুড় নিয়ে নেত্রকোনায় যায় মুনজুর রহমান (২৭)।

সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ।

এ ঘটনায় ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।



মন্তব্য চালু নেই