বাকৃবিতে সর্বাত্মক ধর্মঘট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেধাবী ছাত্র সাদ হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের ডাকে সর্বাত্মক ধর্মঘট চলছে। শিক্ষার্থীরা পশুপালন অনুষদে তালা ঝুলিয়ে দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে তারা প্রথম পশুপালন অনুষদে যান। সেখানে শিক্ষার্থী-শিক্ষকদের ক্লাস বন্ধ রাখার অনুরোধ করেন।

এ সময় ছাত্রলীগ সমর্থিত পশুপালন অনুষদের কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে যেতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনে তালা ঝুলিয়ে দেন।

এরপর তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

এ সময় অনুষদীয় ভবনের ভেতর প্রক্টরিয়াল বডির শিক্ষকসহ ভবনে অবস্থানরত অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে গেটের তালা ভেঙে তাদের বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

সাদ হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার, নাম উল্লেখ করে মামলা, সম্পুরক তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দাবিতে  মঙ্গলবার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই