বাকৃবিতে বি.এস.ভি.ই.আর এর ২২তম সম্মেলন

“পশু ও মানুষের মধ্যে পারস্পরিক সংক্রামক পরজীবি জনিত নতুন ও পুনরায় আবির্ভূত রোগ সমূহ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ (বি.এস.ভি.ই.আর) এর দুই দিনব্যাপী ২২ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শনিবার শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বি.এস.ভি.ই.আর এর সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভেটেরিনারি অুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কান্ট্রি টিম লিডার ড. এরিক ব্রোম ও এ.সি.আই. এগ্রিবিজনেস এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এফ. এইচ. আনসারী। এছাড়াও অনুষ্ঠানে বি.এস.ভি.ই.আর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং দেশের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের প্রাক্তন ইউজিসি প্রফেসর ড. মোজাহিদ উদ্দিন আহমেদ কে “বি.এস.ভি.ই.আর এনুয়াল লেকচার এওয়ার্ড” প্রদান করা হয়েছে।

উল্লেখ্য ২ দিনব্যাপী এ বৈজ্ঞানিক সম্মেলনে ২টি মূল প্রবন্ধ ও ৮৫টি গবেষণালব্ধ ফলাফল সম্বলিত পোস্টার প্রদর্শিত হবে।



মন্তব্য চালু নেই