বাকৃবিতে পশুপালন দিবস সোমবার

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: ‘সুস্থ সবল জাতি চান- পশুপালন শিক্ষার প্রসার বাড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সারা দেশে পালিত হবে পশুপালন দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করবে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও পশুপালন অনুষদ। রোববার বিকেলে অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিন অধ্যাপক ড. এস ডি চৌধুরী।

সারা বিশ্বের ২২২টি দেশে পশুপালন ডিগ্রি চালু রয়েছে। তবুও কিছু দিন আগে একটি মহল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ডিগ্রি চালু করতে বাধা সৃষ্টি করে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি প্রদান বন্ধ করতে উদ্যত হয়। তবে ২০১২ সালের ১৪ মার্চ উচ্চ আদালত পশুপালন ডিগ্রি প্রদান করার পক্ষে নিদের্শ দেন। এরপর থেকে বাহা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পক্ষ থেকে এই দিনটিকে ‘পশুপালন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।



মন্তব্য চালু নেই