বাকৃবিতে ছাত্রলীগের কমিটি চেয়ে সংবাদ সম্মেলন
শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে শাখা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সংবাদ সম্মেলন করেছে সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম জয়।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জয় বিগত ছাত্রলীগ কমিটির নানা অপকর্মের কথা তুলে ধরে বলেন, গত কমিটির আমলে টেন্ডারবাজি, নারী কেলেংকারি, নিয়োগ বানিজ্য, সাদ হত্যাকান্ডসহ বিভিন্ন দূর্নীতি সংগঠিত হয়েছে।
তাই শীঘ্রই গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে বাকৃবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার জন্য তিনি কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষন করেন।
মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মোমতাজ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই ঘটনার সময় আমি জামালপুরে বাড়িতে ছিলাম।
আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। তিনি ক্যাম্পাসে সাদ এবং রাব্বি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
মন্তব্য চালু নেই