বাকৃবিতে ঈদের ছুটি ৮ সেপ্টেম্বর
আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে টানা ১০ দিনের ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী জানান, ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও অফিসসমূহ আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার থেকে চালু হবে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. নূরজাহান বেগম। ১৬ সেপ্টেম্বর সকাল থেকে ফের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, সাইবার সেন্টার, পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবা কেন্দ্র শুধুমাত্র ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।
মন্তব্য চালু নেই