বাউন্সারে আহত হয়ে মৃত্যুর মুখে হিউজ
বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডের খেলায় আহত হয়ে মাঠ ছাড়েন অসি ক্রিকেটার। মাথায় হেলমেট পরা থাকলেও দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয় শেন ওয়াটসন-মাইকেল ক্লার্কদের এ সতীর্থকে।
সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার খেলায় এই দুর্ঘটনা ঘটে। মূলত প্রতিপক্ষের বোলার শিন অ্যাবটের ছোড়া একটি শট বলে হুক করতে গেলে পরাস্ত হন হিউজ। আর সেই বলটা হেলমেটের ফাঁক গলে মাথায় আঘাত হানে ২৫ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যানের।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উইকেটের মধ্যে পড়ে যান হিউজ। এ অবস্থায় মাঠেই কিছুক্ষণ চিকিৎসা দেয়া হয় এই ক্রিকেটারকে। কিন্তু দ্রুত অবস্থার কোনো উন্নতি না হলে তড়িঘড়ি করে স্থানীয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নেয়া হয় তাকে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার কী অবস্থায় আছেন এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট হাসাপাতালের এক মুখপাত্র জানান, ‘হিউজকে খুব সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর এখনো তিনি সেই সংকটাপন্ন অবস্থার মধ্যেই আছেন।
মন্তব্য চালু নেই