বাইসাইকেল চলবে ঘণ্টায় ৬০ কিলোমিটার (ভিডিও)

ফ্লাইক্লাই নামে একটি প্রতিষ্ঠান এমন এক বাইসাইকেল তৈরি করেছে যার গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। শুধু তা-ই নয়, এই সাইকেলের গতি একটি অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করাও সম্ভব।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’তে এই বাইসাইকেল প্রদর্শন করা হচ্ছে।
ফ্লাইক্লাইয়ের এমন একটি বাইসাইকেল নিয়ে আগে থেকেই সবার আগ্রহ ছিল। এবার প্রদর্শনীতে আনা হলো। এর দাম ধরা হয়েছে এক হাজার ডলার।
এই বাইসাইকেলের চাকার সঙ্গে একটি ইলেক্ট্রনিক ডিভাইস লাগানো আছে যা চাকায় অতিরিক্ত গতি সরবরাহ করবে। সাইকেলটি মূলত প্যাডালের চাপেই চলবে কিন্তু প্রয়োজন মতো ওই ডিভাইস থেকে গতি সরবরাহ করা যাবে। আর এই অতিরিক্তি গতি নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি অ্যাপ। স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে এ দ্বিচক্রযানের গতি।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=MzBO6BiLKSA

















মন্তব্য চালু নেই