বাংলা সিনেমার নায়কদের নিয়ে মজার কিছু তথ্য, যা হয়তো আজও আপনি শুনেন নি !

বাংলা সিনেমা জগতের অনেক জনপ্রিয় নায়কদের এমন কিছু আলোচিত অভিনয় আছে যা আজও জনপ্রিয়। পাঠক হৃদয়কে ছুঁয়ে দেওয়ার মত এমন কিছু মজার তথ্য নিচে উপস্থাপন করা হলো :

১) জসীম একমাত্র নায়ক যে সবচেয়ে বেশি লটারী জিতেছেন।

২) ওমর সানী সবচেয়ে বেশি চাবুকের বাড়ি খেয়েছেন।

৩) নায়ক ইলিয়াস কাঞ্চনকে সবচেয়ে বেশি ভুল বুঝেছে তার নায়িকা ও পরিবার ৷ তার চোখ দিয়ে সবচেয়ে বেশি অশ্রু ঝরেছে।

৪) নায়ক মান্না নায়ক হয়েও সবচেয়ে বেশি গুন্ডার অভিনয় করেছেন। সবচেয়ে বেশি পুলিশের অভিনয়টাও তার দখলে।

৫) বাংলা সিনেমায় সবচেয়ে বেশি বিয়ে করেছেন রিয়াজ।

৬) গরীব থেকে ধনী হয়েছেন সবচেয়ে বেশি নায়ক আলমগীর ৷ রক্ত বিক্রি করার রেকর্ডও তার দখলে।

৭) বাংলা সিনেমায় সবচেয়ে বেশী ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক অনন্ত জলিলের।

৮) সবচেয়ে বেশি লিপস্টিক দিয়েছে সাকিব খান। তার ‘কিং খান’ নামটাও বলিউড থেকে নেওয়া।

৯) সবচেয়ে বেশী হার্ট অ্যাটাক করেছেন আনোয়ার হোসেন।

১০) সবচেয়ে বেশী ছ্যাঁকা খেয়েছেন বাপ্পারাজ।

১১) সবচেয়ে বেশি মদ খেয়ে মাতাল হয়েছেন নায়করাজ রাজ্জাক।

১২) সবচেয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন নায়ক ‘সালমান শাহ্ ‘। সবচেয়ে স্টাইলিশও ছিলেন তিনি। (সংগৃহীত)



মন্তব্য চালু নেই