বাংলা না জানায় জব্দ অভিষেক

বাংলা বলতে না পারার কারণে বাড়িতে প্রায়ই নাকাল হতে হয় অভিষেক বচ্চনকে। কারণ তার এই অক্ষমতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেন তার মা আর স্ত্রী।

জয়া বচ্চন বাঙালি। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র ‘চোখের বালি’তে অভিনয়ের সুবাদে বাংলা বলাটা ভালই রপ্ত করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর তাই যখনই অভিষেককে জব্দ করার দরকার হয় জয়া আর ঐশ্বরিয়া বাংলায় কথা বলতে শুরু করেন।

সম্প্রতি ডিএনএকে অভিষেক বলেন, “মা আর অ্যাশ আমার বিরুদ্ধে জোট বাঁধে আর বাংলায় বকবক করতে থাকে।”

বাবা অমিতাভ বচ্চনও বাংলাটা ভালই বলেন। কাজেই বচ্চন পরিবারে তিনিই একমাত্র ব্যক্তি যিনি মায়ের ভাষার সঙ্গে পরিচিত নন।

“আমি অল্প অল্প বুঝি। কিন্তু তেমন একটা বলতে পারি না। আমার নানী সবসময় অভিযোগ করেন যে, আমিই পরিবারের একমাত্র সদস্য যে এই ভাষাটা ভাল জানিনা। এমনকি পাও (অমিতাভ বচ্চন) এটা ভাল বলেন কারণ তিনি জীবনের অনেকটা সময় কলকাতায় কাটিয়েছেন।”

সম্প্রতি বিগ বিকে এক বাঙালি বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘পিকু’ সিনেমায়, যেখানে বাংলায় সংলাপও বলেছেন তিনি। অভিষেকও ঋতুপর্ণ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অন্তর্মহল’-এ অভিনয় করেছেন।



মন্তব্য চালু নেই