বাংলা অ্যালবামে হিন্দি গান!
ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছিল নবীন সংগীতশিল্পী ফাহিমের ‘বলছি তোমায়’ শিরোনামের একটি অ্যালবাম। এবার এ অ্যালবামটি ভারতে প্রকাশ হতে যাচ্ছে। তাই গায়ক ভারতীয় শ্রোতা ধরার জন্য অ্যালবামে নতুন করে একটি দ্বৈত হিন্দি গান যুক্ত করলেন।
বলিউড ও টালিগঞ্জের জনপ্রিয় গায়িকা আকৃতি কাক্করের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফাহিম।
সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম ‘ঈশ্কনে চুরায়া’। এটি লিখেছেন ভারতীয় গীতিকার তুর্কিস মোঃ আজম। সুর ও সংগীত করেছেন দেব সেন। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘কয়েক মাস আগে ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় আমার তৃতীয় একক অ্যালবাম ‘বলছি তোমায়’। কিছুদিনের মধ্যে অ্যালবামটি ভারত থেকে প্রকাশ করা হবে। সেই অ্যালবামটির প্রতি ভারতীয় শ্রোতাদের আকৃষ্ট করতেই গানটি করেছি।’
ফাহিম আরো বলেন, ‘আকৃতি কাক্কর আমার অনেক পছন্দের একজন শিল্পী। সেই মুগ্ধতা থেকেই গানটির জন্য তাঁকে বেছে নেওয়া। তার সঙ্গে গাইতে পেরে আমি অনেক আনন্দিত! আশাকরি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।’
উল্লেখ্য, হিন্দি ছবিতে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন আকৃতি। কলকাতায় ছবিতে তার গাওয়া জনপ্রিয় গানগুলো হলো ‘পাগলু’, ‘প্রেম কি বুঝিনি’, ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’, ‘গভীর জলের ফিশ’ প্রভৃতি।
মন্তব্য চালু নেই