বাংলাদেশ ১০৪ ও ভারত ১১০ মিনিট নিয়েছে, তবে শুধু বাংলাদেশকে কেন জরিমানা?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলায় গত বুধবার ভারতের বিপক্ষে ১ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করেছে আইসিসি। অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ এবং অন্যদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। ওই ম্যাচে বাংলাদেশের তুলনায় ভারত বোলিংয়ে সময় বেশি নিলেও তাদের কারো জরিমানা করা হয়নি।

ম্যাচের সময় বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ বল করার সময় ১০৪ মিনিট সময় নেয়। অথচ চরম উত্তেজনাকর ওই ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সময় নেন ১১০ মিনিট।

বিশেষ করে শেষ ওভারে যখন বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। ওই ওভারে হার্ডিক পান্ডিয়াকে প্রতি বলে পরামর্শ দেন দলের সব খেলোয়াড়।

মাশরাফির চেয়ে ৬ মিনিট সময় বেশি নিয়ে বল করলেও ভারতের কোনো জরিমানা করা হয়নি?

প্রসঙ্গত, গত বুধবার ভারত-বাংলাদেশ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করতে নামে মাশরাফির দল। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিয়ে ভারতকে ১৪৬ রানে বেঁধে ফেলে টাইগাররা।

অবশ্য ব্যাটিং করতে নেমে উত্তেজনার ওই ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বাংলাদেশ। নিজেদের টি-২০’র ইতিহাসে প্রথমবারের মতো এক রানে হেরে যায় টাইগাররা।এমটি



মন্তব্য চালু নেই