বাংলাদেশ সিরিজে ভারতের কোচ রবি শাস্ত্রী

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। এ ছাড়া ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন সঞ্জয় বাঙ্গার, ভারত অরুণ ও আর শ্রীধর।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের শেষে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ব্যর্থতার পর রবি শাস্ত্রীকে দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই। সে সময় সঞ্জয় বাঙ্গার, ভারত অরুণ ও আর শ্রীধরকেও সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ বিশ্বকাপের সময়ও এই দায়িত্বে ছিলেন তারা।

কিন্তু গত বিশ্বকাপ শেষে ভারতীয় দলের প্রধান কোচ ডানকান ফ্লেচারের দায়িত্ব শেষ হয়ে গেলে তাকে আর নতুন করে চুক্তিবদ্ধ করেনি বিসিসিআই। ফলে এতদিন প্রধান কোচের পদটি শূন্য ছিল। এবার রবি শাস্ত্রীকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়ে সে শূন্যস্থান পূরণ করল বিসিসিআই।



মন্তব্য চালু নেই