বাংলাদেশ সফর শেষ মাকসুদের

ইনজুরির জন্য বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। ডান হাতের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সাদ নাসিম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি২০’র জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। যদিও টেস্ট দলে ছিলেন না মাকসুদ। ডান হাতের চোট না সারায় সীমিত ওভারের ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তার বদলে ২৪ বছর বয়সী নাসিমকে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসি)।

নাসিম জাতীয় দলের হয়ে ৩টি টোয়েন্টি২০ ম্যাচ খেললেও এবারই প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে তার। সফরে বাংলাদেশের সঙ্গে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।



মন্তব্য চালু নেই