বাংলাদেশ ব্যাংকে নতুন দুই পরিচালক

নতুন দুই পরিচালক নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। তারা হলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।

বাংলাদেশ ব্যাংক আইন-১৯৭২ এর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার এ সংক্রান্ত আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান। আগামী তিন বছরের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে ১০ জন রয়েছেন। এর মধ্যে পদাধিকার বলে গভর্নর ড. আতিউর রহমান চেয়ারম্যান।

এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থসচিব, এনবিআর চেয়ারম্যানের সদস্য হিসেবে থাকেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন থাকেন সচিব হিসেবে।



মন্তব্য চালু নেই