বাংলাদেশ ব্যাংকের আইটি দুর্বলতায় রিজার্ভের টাকা চুরি

বাংলাদেশ ব্যাংকের আইটি দুর্বলতার কারণে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।

রোববার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসলামুল আলম বলেন, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পুরো আর্থিক খাতের নিরাপত্তায় আইটির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়েছে ৮১ মিলিয়ন ডলার। এর মধ্যে ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি অর্থ ফেরত পেতে দীর্ঘ সময় লাগতে পারে।



মন্তব্য চালু নেই