বাংলাদেশ প্রতিদিন’র সাতক্ষীরা প্রতিনিধির বিরুদ্ধে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ৫০ কোটি টাকার মানহানির মামলা

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপুরন চেয়ে আদালতে মামলা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। মামলা নং-মানি-২/২০১৪। সাতক্ষীরার যুগ্ন জেলা জজ আদালতের দ্বিতীয় বিচারক রিপতী কুমার বিশ্বাস মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে সমন জারি করেছেন।
আদালত ও মামলার বিবরনী সুত্রে জানা গেছে,বাংলাদেশ প্রতিদিনে চলতি বছরের ৩ এপ্রিল তারিখে ‘সাতক্ষীরাকে দেশ বিচ্ছিন্ন করেছিলেন রুহুল হক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে ডাঃ আফম রুহুল হক প্রকাশিত সংবাদে তার ৫০ কোটি টাকার সম্মানহানী হয়েছে বলে ক্ষতিপুরন দাবী করেন। তবে এবিষয়ে মনিরুল ইসলাম মনি বলেন, শুধুমাত্র হয়রানী করার উদ্দেশ্যে সম্পাদক ও প্রকাশককে বাদ দিয়ে শুধুমাত্র তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাছাড়া মামলা করার আগে পত্রিকায় প্রতিবাদ পাঠানোসহ যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরন করা হয়নি বলেও তিনি মৌখিকভাবে অভিযোগ করেন।



মন্তব্য চালু নেই