বাংলাদেশ নিয়ে মন্তব্য করে স্টেইনের দুঃখ প্রকাশ

‘ক্যারিয়ারের এই পর্যায়ে আর যত বল করার আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে খেলে অপচয় করতে চাই না। আমি বড় কোনো টুর্নামেন্টে খেলতে চাই। বিশ্বকাপের মতো আসরে সেগুলো ব্যবহার করতে চাই।’

বাংলাদেশকে খাটো করে সোমবার উইজডেন ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার ডেল স্টেইন।

তার এমন মন্তব্যে যারপরনাই অসন্তুষ্ট বাংলাদেশের ক্রিকেটভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তোলেন বাংলাদেশি সমর্থকরা।

তাদের সেই সমালোচনার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ডেল স্টেইনেরও। তাই তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, তাকে বাংলাদেশের সমর্থকরা ভুল বুঝেছেন। বিষয়টিতে যদি দোষের কিছু থাকে, তাহলে স্টেইন দুঃখিত। বিষয়টা পুনরায় পড়ে তারপর বোঝার চেষ্টা করতে বলেছেন। প্রোটিয়া এই বোলার দ্বন্দ্ব নয়, শান্তি চান।

টুইটারে প্রোটিয়া এই তারকা বোলার লিখেন, ‘সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি যা বলেছি মানুষ সেটা নিয়ে আমাকে ভুল বুঝতে শুরু করেছে। আমার বক্তব্যে যদি কেউ দোষের কিছু পেয়ে থাকেন, তাহলে সেটার জন্য আমি দুঃখিত। এখন বিষয়টা আরো একবার পড়ে দেখুন এবং বুঝতে চেষ্টা করুন। শান্তি চাই।’



মন্তব্য চালু নেই