বাংলাদেশ নিয়ে ভিন্ন পরিকল্পনা নেই কোহলির
ড্রেসিং রুম থেকে যখন সংবাদ সম্মেলন কক্ষের দিকে আসছিলেন তখন সুযোগ পেয়ে উইকেটটাও দেখে নেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। উইকেটের কাছে গিয়ে নিজেই হাটুঁ মুড়ে বসে চটের আবরণটা উঠিয়ে উইকেট দেখে নেন কোহলি।
এরপর সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের উইকেট প্রায় একই রকম। তবে এই উইকেটটাকে তুলনামূলকভাবে আলাদা মনে হল। ম্যাচ খেললে বাকিটা বোঝা যাবে।’
উইকেট যেমনই হোক না কেন পুরো সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলকে সমীহ করেছেন কোহলি। এক প্রশ্নের জবাবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক বলেন, ‘আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। আর বাংলাদেশকে তো মোটেই না। যেভাবে তারা দিনে দিনে উন্নতি করেছে- তা এক কথায় অসাধারণ। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে তারা বড়বড় দলগুলোকে হারিয়েছে। সেখানকার কন্ডিশন কিন্তু ভিন্ন। তারপরও তাদের বিশ্বাসেই তারা পেরেছেন।’
নিজেদের পরিকল্পনা নিয়ে কোহলি বলেন, ‘নির্দিষ্ট কজন ব্যাটসম্যানকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা তামিম, মুমিনুল এবং সাকিবের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। কিন্তু এই দলের অনেকের সঙ্গেই আমাদের প্রথম ম্যাচ।
আগে যেমনটা বললাম- তারা ওয়ানডেতে দ্রুত ভালো করছেন। টেস্টেও একইভাবে ভালো করবেন। তাই আমাদের পরিকল্পনা রয়েছে তাদের নিয়ে। সেটা আমরা মাঠেই প্রয়োগ করবো।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সকে বেশ গুরুত্ব দিয়েছেন তিনি। আর সেখান থেকেই শিক্ষা পাচ্ছেন বলে জানিয়েছেন আগ্রাসী কোহলি। ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ লড়াই করতে পারে। কিছুদিন আগে তারা পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তানও কিন্তু ভালো দল। বাংলাদেশ রান করেছে এবং উইকেট তুলে নিয়েছে। এখন টেস্টেও কন্ট্রিবিউট করছে। আমরা কোনোভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। ভিলিয়ার্স হোক আর সাকিবই হোক, আমাদেরকে ভালো বোলিং করতে হবে। এ জন্য মাঠে কষ্টও করতে হবে।’
মন্তব্য চালু নেই