বাংলাদেশ নিয়ে এ কি কাণ্ড ঘটাল জি নিউজ

বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের এক নতুন ইতিহাস।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু ভারতের ‘জি’ নিউজ ন্যাক্কারজনক একটি কাজ করেছে। তারা এই নিউজের হেডলাইন করেছে ‘3rd ODI : Soumya Sarkar`s ton guides Pakistan to 3-0 series win over Pakistan’

১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীন একটি দেশ। বাংলাদেশ নামক একটি সার্বভৌম ভূখ-। কিন্তু ‘জি’ নিউজ ‘পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়’ হেডলাইন করে বাংলাদেশকে খাটো করেছে। খাটো করেছে বাংলাদেশের স্বাধীনতাকে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে এখনো পাকিস্তান বলাটা রীতিমতো অন্যায়। সেটা সজ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক। আর এমন হেডলাইন করাটা ‘জি’ নিউজের কর্মকর্তাদের জ্ঞান ও জানার সীমাবদ্ধতাও প্রকাশ করছে।

এমন ন্যাক্কারজনক হেডলাইনের তীব্র বিরোধিতা করছে বাংলাদেশের দেশপ্রেমিক ক্রিকেট ভক্তরা।



মন্তব্য চালু নেই