বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে : বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বুধবার এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর কোতয়ালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র মহাসচিব হামীক মো. হাবিবুর রহমান।
কবিরাজ মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শহী, ড্রাক্স সুপার রফিকুল ইসলাম, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র সহ-সভাপতি হাকীম মো. দিদার চৌধূরী, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র রংপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা,বেঙ্গল আয়ুবেদিক ল্যাবটীজ এর পরিচালক সাদেকুল ইসলাম স্বাধীন ও ঠাকুরগাও জেলা শাখার সভাপতি হাকীম আব্দুল হাই।
আলোচনা শেষে সাদেকুল ইসলাম স্বাধীনকে সভাপতি এবং মোহাম্মদ দুলু’কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি’র দিনাজপুর জেলা শাখা কমিটি ঘোষণা দেয়া হয়।
মন্তব্য চালু নেই