বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পেয়েছে ১৭ বছর বয়সের নতুন এক ভয়ঙ্কর বোলার
চার ওভারে ২১ রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট। স্বপ্নের অভিষেক না বলে উপায় নেই কারণ টি২০ ইতিহাসে অভিষেক ম্যাচে এর চেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেবার ঘটনা আছে মাত্র ছয়টি। শনিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নেন আফিফ হোসেন ধ্রুব।
অনূর্ধ্ব ১৯ দলের এই ক্রিকেটারের বিপিএলে এটিই প্রথম ম্যাচ। ঘরোয়া টি২০ ক্রিকেটেও এটি তার প্রথম ম্যাচ। আর অভিষেকে ৫ উইকেট নিয়ে বাজিমাত করলেন যুবাদের দলের সহ-অধিনায়ক।
আফিফের বোলিং স্টাইল অনেকটাই মেহেদী হাসান মিরাজের মতো। চেহারাতেও বেশ মিল রয়েছে এই দুজনের। তবে অভিষেকে দিন মিরাজকেও ম্লান করে দিলেন রাজশাহী কিংসের এই অলরাউন্ডার।
তবে নতুন কোনো ক্রিকেটারের তথ্য পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একমাত্র ভরসা। কারণ এখানেই অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে অবসরে যাওয়া ক্রিকেটারদের তথ্যও ফাইল করে রাখা আছে।তবে দৃশ্যপট এখন অনেকটাই পাল্টেছে!
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এতটাই সক্রিয় যে চাইলেই আমাদের তথ্য যে কেউ পেতে পারবে।শনিবার মিরপুর শের-ই-বাংলার প্রেসবক্সে এমন ভাবেই পাওয়া গেল এক ক্রিকেটারের তথ্য। বিপিএলে টিকে থাকার লড়াইয়ে রাজশাহী কিংসের বাঁচা-মরার লড়াই। অধিনায়ক ড্যারেন স্যামি ‘বাজি’ ধরলেন ১৭ বছর বয়সি এক ক্রিকেটারকে নিয়ে।
ছিপছিপে গড়নের ক্রিকেটারের নাম খেলোয়াড় তালিকায় দেওয়া আফিফ হোসেন। ক্রিকেট বিষয়ক সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফোতেও তার রেকর্ড নেই। থাকবেই বা কি করে। মাত্রই তো এলেন পাইপলাইনে! সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম লিখে সার্চ দিয়ে পাওয়া গেল ‘জীবন বৃত্তান্ত’। বোঝা গেল আধুনিকতার ছোঁয়া গায়ে লেগেছে অনেক আগেই!
পরিচয় : পুরো নাম আফিফ হোসেন ধ্রুব। খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। এছাড়া খুলনার ছেলে ধ্রুব বিকেএসপিতে পড়াশোনা শেষ করে এআইইউবি ইউনিভার্সিটিতে পড়ছেন বিবিএতে।
মন্তব্য চালু নেই