বাংলাদেশ আমার ‘সেকেন্ড’ হোম, আমি যখনই আসি সবার ভালোবাসা পাই: আফ্রিদি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সম্প্রতি দেশেরে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসাও করেছেন।
তার কথায়, বাংলাদেশ হল তার সেকেন্ড হোম। তাই বাংলাদেশের সঙ্গে সামাজিক কাজে নিজেকে জড়াতে চান এ অলরাউন্ডার।
আফ্রিদি বলেন, বাংলাদেশ আমার সেকেন্ড হোম। আমি যখনই এখানে আসি সমর্থকদের অনেক ভালোবাসা পাই। যদিও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। তবুও এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি আবারও বাংলাদেশী আসতে চাই।
সামাজিক দায়বদ্ধতার কারণে ২০১৪ সাল থেকে শিক্ষা ও স্বাস্থ্য সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আফ্রিদি ফাউন্ডেশন। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আসতে চান বাংলাদেশেও।
এবারের বিপিএল সম্পর্কে আফ্রিদি বলেন, এবারের আসর থেকে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসবে। মিথুন খুব শিগগিরই জাতীয় দলে খেলার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন আফ্রিদি।
মন্তব্য চালু নেই