‘বাংলাদেশে যাও, নয়তো অধিনায়কত্ব ছাড়ো’
বাংলাদেশ সফরে আসা নিয়ে শুরু থেকেই শঙ্কা প্রকাশ করে আসছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। শুরুর দিকে স্পষ্ট কিছু না বললেও সম্প্রতি সফরে না আসার আভাসই দিয়ে দিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। যে খবরে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।
এর জবাবে টুইটারে ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগান ইংল্যান্ড অধিনায়ককে সরাসরিই বলে দিয়েছেন নেতৃত্ব ছেড়ে দিতে, ‘নাটক ছাড়ো। হয় বাংলাদেশে যাও, না হলে অধিনায়কত্ব ছাড়ো।’
এমন খবরের পর টুইটারে মরগানকে লক্ষ্য করে তীরই ছুড়েছেন আহমেদ সাইফ জিদান, ‘টাইগাররা তোমাকে কামড় দেবে না। তুমি একজন অধিনায়ক…নেতার মতো আচরণ করো।’
এয়োইনের এমন আচরণে তাকে অধিনায়ক কে বানালো এমন প্রশ্নও ছুড়েছেন কেউ কেউ।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে মরগান যে আসতে চাচ্ছেন না তা নিজের মুখেই ক্রিকইনফোকে বলেছেন তিনি, ‘আমি এসব জায়গাতে আগেও গিয়েছি। এরকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। তখন নিজেকেই বলেছি এরকম পরিস্থিতিতে আর নিজেকে ফেলতে চাই না।’
মন্তব্য চালু নেই