বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১০ টায় সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে বেশ জল্পনা-কল্পনা চলছে। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মুশফিক-তামিমরা।

তবে ম্যাচটির মাঠে গড়ানোর আগে ইনজুরি নামক গুপ্ত ঘাতক হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। দলের বাইরে ঠেলে দিয়েছে রুবেল হোসেনকে। ইনজুরির কবলে পড়েও অল্পের জন্য বেচে গেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সহঅধিনায়ক তামিম ইকবাল।

তবে মুশফিকের কিপিং করা নিয়ে রয়েছে সন্দেহ। তাই লিটন দাসের অভিষেক হতে পারে দ্বিতীয় টেস্টে। যদি তা-ই হয়, তাহলে কপাল পুড়বে শুভাগত হোমের। আর রুবেল হোসেনের বিকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ পেসার শাহাদাত হোসেন রাজিবের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকছেন যারা : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজিব ও লিটন দাস।



মন্তব্য চালু নেই