বাংলাদেশের সমব্যাথী সাবেক অজি অধিনায়ক

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কিংবদন্তি সাবেক অজি অধিনায়ক অ্যালান বোর্ডার। তার মতে, শেষসময়ে এমন ব্যাপার লজ্জাজনক।

বোর্ডার বলেন,’বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি লজ্জাজনক আসলে আমরা এমন বিশ্বে বাস করি যেখানে ঝুঁকি থাকবেই। বাংলাদেশের জন্য খারাপ লাগছে কারণ তারা সবেমাত্র ক্রিকেটে উন্নতি করা শুরু করেছিল। বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রমাণ দিতে শুরু করেছিল। অজিদের বিপক্ষে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।’

এর আগে বাংলাদেশে আসার ঠিক একদিন আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া দল। এরপর বাংলাদেশে অজি নিরাপত্তা পর্যবেক্ষক দল আসার পরেও অবস্থার পরিবর্তন হয়নি।

শোনা যাচ্ছে, সিরিজটি বাতিল করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ( বৃহস্পতিবার) এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড



মন্তব্য চালু নেই