বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রানের জুটি
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সর্বশেষ এই দুজনের ৩২৯ রানের জুটিতে ৪ উইকেটে ৪৯০ রান করেছে বাংলাদেশ। সাকিব ব্যাট করছেন ১৮৮ রানে আর মুশফিক ১৫১ রানে।
এর আগে যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটিটি ছিল ৩১২ রানের। পাকিস্তানের বিপক্ষে খুলনায় সেটি করেছিলেন ইমরুল ও তামিম।
এদিন সাকিব আজ তার ক্যারিয়ার সেরা ব্যাটিংও করলেন। তার আগের সর্বোচ্চ রান ছিল ১৪৪। শ্রীলঙ্কার বিপক্ষে, গল টেস্টে।
ভয় দিয়ে শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের প্রাপ্তির পরিসংখ্যান শুধুই বাড়ছে। কিউইদের বিপক্ষে এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি ছিল ১৬১ রানের। তামিম আর জুনায়েদ সিদ্দিকীর। যা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছেন সাকিব-মুশফিক। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে বৃষ্টি বিঘ্নিত খেলায় বাংলাদেশের রান ছিল ১৬০/৩।
মন্তব্য চালু নেই