বাংলাদেশের বিপক্ষে নেই উমর-নাসির!

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল বিশ্বকাপে সুবিধা করতে পারেননি। প্রতিযোগিতায় হাসেনি তাদের ব্যাট। এজন্য বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নির্বাচকদের পছন্দের তালিকায় নেই এই দুজন ক্রিকেটার।

জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োগ দিয়েছে হারুন রাশিদকে। দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির ডন.কম জানিয়েছে, নির্বাচকদের পছন্দের তালিকায় নেই নাসির ও উমর। বাদ পড়ার তালিকায় যুক্ত হয়েছেন পেসার সোহাইল তানভীরও। মূলত তাদের বাদ দিয়েই বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল নির্বাচন করছে পিসিবি।

বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১৬৪ রান করেছেন উমর আকমল। আর ৩টি ম্যাচ খেলে মাত্র ৫ রান করেছেন ওপেনার নাসির জামশেদ। বাংলাদেশ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।



মন্তব্য চালু নেই