বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরছেন টেইলর

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন না নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর। তবে ইনজুরি কাটিয়ে টেস্টেই ফিরছেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

চোখের অস্ত্রোপচারের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজেও মাঠে নামতে পারেননি টেইলর। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া কিউইরা টেইলরের অভাব বেশ ভালভাবেই বুঝতে পেরেছিল। তাই ইনজুরি কাটিয়ে সুস্থ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ফিরিয়ে এনেছে তারা।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর চোখে অস্ত্রোপচার করান টেইলর। সে সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেন এ কিউই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই আবারো মাঠে ফিরছেন তিনি।

উল্লেখ্য, ওয়েলিংটনে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশে-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), ডিয়ান ব্রওনলি, হেনরি নিকলস, জিত রাভাল।



মন্তব্য চালু নেই