বাংলাদেশের প্রধান বিরোধী নেতা অবরুদ্ধ: আল-জাজিরা

বয়কট করা নির্বাচনের বর্ষপূর্তিতে বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, “এক বছর আগে বিএনপি ও ইসলামী দলগুলোর বয়কট করা নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে সোমবার রাজধানীর বড় সমাবেশের ডাক দিয়েছেন খালেদা জিয়া।”

বার্তা সংস্থা এএফপিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, “খালেদা জিয়াকে অফিসে অবুরদ্ধ করে রাখা হয়েছে। পুলিশ আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে। রাতে দলের অসুস্থ এক নেতাকে দেখতে দলীয় কার্যালয়ে যেতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ।”

আল-জাজিরা সাংবাদিক তানভির চৌধুরী ঢাকা থেকে জানান, শনিবার রাতে থেকেই খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তার কার্যালয়ের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।-আল-জাজিরা।



মন্তব্য চালু নেই