বাংলাদেশের প্রথম শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র ‘আমরা করব জয়’

এক বন্ধুর রেডিওতে গল্প বলাকে কেন্দ্র করে বাকিদের মনে দেখা দেয় নানা কৌতুহল। আর এই কৌতুহল থেকে নিষিদ্ধ জমিদার বাড়ির উদ্দেশ্যে ভয়ংকর যাত্রা। সেখানে পৌঁছানোর পর নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সঙ্গে।

তারা ক্রমশ বুঝতে পারে ত্রিমাত্রিক কিছুর উপস্থিতি যা তাদের শেষ করে দিতে চায়। তারা বুঝতে পারে গল্পের চেয়েও ভয়ংকর এই বাড়ি থেকে বেঁচে বের হওয়া সম্ভব নয়।

এমনই এক কাহিনী নিয়ে ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউস-এর ব্যানারে নির্মাণ করা হচ্ছে শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র। নাম ‘আমরা করব জয়’। বাংলাদেশে এই প্রথম নির্মাণ হচ্ছে শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আহসান সারোয়ার ও চিত্রগ্রহণ করছেন কামরুল হাসান রুবেল। চলচ্চিত্রটির বিভিন্ন গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট।

ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। চলচ্চিত্রটিতে তেমন প্রখ্যাত কেউ না থাকলেও যে শিশুশিল্পীরা অভিনয় করছে তারা প্রত্যেকই অভিনয়ে বেশ দক্ষ। এদের মধ্যে রয়েছে তাজবিহ্, আহসান সাদাফ, আকিক অর্নব, নিপা প্রমুখ।



মন্তব্য চালু নেই