বাংলাদেশের জয় উদযাপন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। আর বাংলাদেশের এ বিজয় উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। ঢাকায় মার্কিন অ্যাম্বাসির ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয়।

শুধু নিজে একাই এ জয় উদযাপন করেন নি বার্নিকাট। আমেরিকান অ্যাম্বাসির অন্যান্য সদস্যরাও এ সময় তার সঙ্গী ছিলেন। হাতে কৃত্রিম বাঘ এবং বাংলাদেশের পতাকা হাতে ছবিও তোলেন তারা। বিশ্বকাপে বাংলাদেশর সাাফল্য কামনা করেছেন মার্কিন এ রাষ্ট্রদূত।

10985242_10152848617064807_4989339533584141595_n

 



মন্তব্য চালু নেই