সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ

বাংলাদেশের গ্রুপে ভারত ও শ্রীলংকা

আগামী ৯ থেকে ১৮ আগষ্ট সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান অংশগ্রহণ করবে। অংশ নেয়ার কথা থাকলেও পরে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভুটান ও পাকিস্তান। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র।

দুটি গ্রুপে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ পড়েছে ক গ্রুপে। যেখানে স্বাগতিকদের সঙ্গী ভারত ও শ্রীলংকা। আর খ গ্রুপে রয়েছে নেপাল, আফগানিস্তান ও মালদ্বীপ।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি খেলবে সেমিফাইনাল। পরে ফাইনাল।

প্রথমে কক্সবাজার ও সিলেট ভেন্যুতে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে কক্সবাজার জেলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের সুবিধা না থাকায়, সিলেট জেলা স্টেডিয়ামেই সব ম্যাচ হওয়ার সিদ্ধান্ত নেয়া হয।

২০১১ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিলো এ টুর্নামেন্টের প্রথম আসর। সে আসরে ৬ দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। পরের আসরেও স্বাগতিক ছিল নেপাল। সেবার সাত দলের মধ্যে তৃতীয় হয়েছিল বাংলাদেশের কিশোররা।

এবার ঘরের মাঠে কেমন করবে বাংলাদেশ?



মন্তব্য চালু নেই