বাংলাদেশকে সমীহ মিসবাহর
ঘরের মাঠে সফরকারী পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডেসিরিজ এবং একামাত্র টি-২০ ম্যাচে কার্যত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেস্বাগতিকরা। মঙ্গলবার থেকে খুলানার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তাই স্বাগতিক বাংলাদেশকে নিয়ে খুবই সতর্ক পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক।
বিশ্বকাপ থেকেই বাংলাদেশ খুবই ভালো পারফর্ম করে আসছে। সেই ধারবাহিকতা তারা পাকিস্তানের সঙ্গে ওয়ানডে এবং টি-২০ ম্যাচেও অব্যাহত রেখেছে। তাই বাংলাদেশ দলের প্রশাংসা ঝরেছে প্রতিপক্ষ অধিনায়ক মিসাবাহের কণ্ঠে।
পাকিস্তানের বর্ষীয়ান এই ক্রিকেটার বলেন, প্রতিপক্ষকে (বাংলাদেশ) আপনার শ্রদ্ধা করতেই হবে। বিশেষ করে বিশ্বকাপের পর থেকে ভালো করছে বাংলাদেশ। তাই তাদের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে। কারণ তারা নিজেদের কন্ডিশনে খুবই ভালো দল। এ বিষয়গুলোর ওপর দৃষ্টি দিয়ে আমাদেরকে আসলেই নিজেদের সেরাটা দিতে হবে।’
সংবাদ সম্মেলনে মিসবাহকে ৪-০ (ওয়ানডে, টি-টোয়েন্টিতে হার) ফলটাই মনে করিয়ে দেওয়া হচ্ছিল বারবার। কিন্তু পাকিস্তান অধিনায়ক এ লজ্জার অধ্যায়টা পাশ কাটিয়ে যেতে চাইলেন।
মিসবাহ বলেন, ‘আমাদের টেস্ট দলটা খুবই অভিজ্ঞ। বহুদিন ধরেই আমরা ধারাবাহিক পারফর্ম করছি। এটা ভিন্ন খেলা। টেস্ট ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের খুব ভালো ধারণা আছে। সবাই দারুণ ছন্দে আছে। এখানকার কন্ডিশন আবুধাবি-দুবাইয়ের মতোই। আশা করি, এ ফরম্যাটে আমাদের ফর্ম ধরে রাখতে পারব।’
তিন ম্যাচে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এরপর সফরের একমাত্র টি-২০ ম্যাচেও স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। তাই টেস্ট সিরিজে চাপটা মিসবাহদের ওপরই থাকবে বলে মনে করেন অনেকে।
এ প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে। তার ওপর যখন প্রতিপক্ষ ভালো খেলে, তখন আপনাকে আসলেই নিজের সেরা ছন্দে থাকতে হবে। এ চাপ সব সময়ই থাকে। আর যখন প্রতিপক্ষ দারুণ খেলে। কাজেই আপনাকে মাঠে সেরাটা দিতেই হবে। একই সঙ্গে প্রতিপক্ষের ব্যাপারে আমরা সতর্ক আছি। কারণ বিশ্বকাপ থেকেই দারুণ খেলছে স্বাগতিকরা। তাই তাদেরকে সমীহ করতেই হবে।’
মন্তব্য চালু নেই