বাংলাওয়াশ ইমরান খানের কাছে অকল্পনীয়!

৩ ম্যাচ ওয়ানডে সিরিজ পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে। ইংরেজিতে যাকে বলে হোয়াইটওয়াশ। বাংলায় চুনকাম। তবে আরো একটি শব্দ রয়েছে। ‘বাংলাওয়াশ’।

পাকিস্তানের মতো দল বাংলাদেশের কাছে বাংলাওয়াশ হয়েছে! বিষয়টিকে অকল্পনীয় বলেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খান। তবে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে স্বজনপ্রীতি ও ঘরোয়া ক্রিকেটে অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘স্বজনপ্রীতির মাধ্যমে যতদিন না ক্রিকেট বোর্ডে কর্মকর্তা নিয়োগ বন্ধ হবে, ততোদিন পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে না। বোর্ডে মেধার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। দুঃখজনক হলেও বলতে হয় যে বোর্ডে আমাদের মেধাবী কোনো লোক নেই। আমি কখনোই কল্পনা করিনি যে পাকিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশের কাছে হারবে। র‌্যাংকিংয়ে ৮ নম্বরে নেমে যাবে।’

তিনি আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে মেধাবী ক্রিকেট জাতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে আমরা আমাদের মেধাবী ক্রিকেটারদের তুলে আনতে পারছি না। যারা রয়েছে তাদের লালন-পালন করতে পারছি না। আমার ২১ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, পাকিস্তানের যেমন ক্রিকেট ট্যালেন্ট রয়েছে তা বিশ্বের আর কোনো দলের নেই।’

১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘মিসবাহ-উল-হকের মতো একজন মেধাবী ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সে। মোহাম্মদ ইরফান জাতীয় দলে ডাক পেয়েছে ৩০ বছর বয়সে। সাধারণত এই বয়সে খেলোয়াড়রা অবসরে যাওয়ার চিন্তা করে। এগুলো আসলে কি প্রমাণ করে? প্রমাণ করে পাকিস্তান একটি খারাপ পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছে। আসলে আমাদেরকে অস্ট্রেলিয়ার মতো দেশের কাছ থেকে শেখা উচিত। যাদের রয়েছে একটি আদর্শ ক্রিকেট পদ্ধতি।’



মন্তব্য চালু নেই