বাঁধনের সংসারে ভাঙ্গনের সুর

আজমেরী হক বাঁধন। লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগীতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী। মিডিয়াতে আসার অল্প সময়ের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেন তিনি।

তারপর অনেকটা আচমকাই ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাঁধন। পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ সময় সংসারী হয়ে অভিনয়কেও বিদায় জানান।

বাঙ্গালি নারী সত্ত্বা যে, বাঁধনের আপাত মস্তকজুড়ে তা তিনি প্রমাণ করেছেন সংসারী হয়ে। বাঙ্গালি বধূর মতোই সংসার জীবনও দিব্যি কাটছিল তার। এরমধ্যে তার ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তানও। সুখের আলোতে যখন সংসার ভরে উঠেছে তখনই ভাঙ্গনের করুণ সুর বেজে উঠেছে বাঁধনের সংসারে।

দীর্ঘ চার বছর ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন বাঁধন। বাবার বাড়িতে থাকলেও এখনো সেপারেশনের মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমরা দেড় থেকে দুই বছর ধরে আলাদা থাকছি। তবে সেপারেশনের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।’



মন্তব্য চালু নেই