বহুরূপী মোশাররফ করিম

স্বার্থের জন্য এমন কোন কাজ নেই যা করতে পারেনা সে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য যখন যেখানে যা করতে হয় তাই করে। একেক জায়গায় একেক পরিচয়ে নিজেকে পরিচিত করে। কোথাও সে শরাফ, কোথাও স্বপন। কোথাও রতন পাল। আবার কোথাও বা রহমত উল্যাহ। আলাদা নাম পরিচয় ঠিকানা দিয়ে প্রতারণার নানান ফাঁদ পাতে। আর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। বহু রূপে বহু পরিচয়ে চলে তার নিত্যকর্ম। আর এ বহুরূপী মানুষ মোশাররফ করিম।

এমনই একটি গল্প ‘বহুরূপী’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, মোশাররফ করিম, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, মৌসুমী হামিদ, তানজিকা, সুষমা সরকার, সাজু খাদেম, শাহাদাত হোসেন, ম. ম. মোর্শেদ, উজ্জল মাহমুদ, অশোক ব্যাপারী, নাজনিন হাসান চুমকি, নোভা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

নাটকটি আগামীকাল ২৫ মে থেকে প্রতি বুধ থেকে শনিবার রাত ৯:৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।



মন্তব্য চালু নেই